ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জালালের লিফলেট বিতরণ

মো.ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:১৮ পিএম

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জালালের লিফলেট বিতরণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

কিশোরগঞ্জ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেছেন।

 

শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এই প্রচার কার্যক্রমে তিনি কটিয়াদী উপজেলার আসমিতা, বানিয়াগ্রাম, মসুয়া বাজার এবং পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ তুলে ধরে অ্যাড. জালাল উদ্দিন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। জনগণ এখন পরিবর্তন চায়, এবং বিএনপি সেই পরিবর্তনের পথ দেখাতে প্রস্তুত।

 

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে এই লিফলেট বিতরণ কর্মসূচি চালু রাখা হবে। মানুষ যাতে বিএনপির চিন্তাধারা ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পায়, সেটাই আমাদের উদ্দেশ্য।”


এ সময় এলাকার সাধারণ মানুষ লিফলেট গ্রহণ করে বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান। অনেকে আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
উল্লেখ্য, অ্যাড. জালাল উদ্দিন এর আগে পাকুন্দিয়া পৌরসভার মেয়র এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-২ আসনে (পাকুন্দিয়া-কটিয়াদী) বিএনপির প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!