বানভাসি মানুষের চিকিৎসা ও ওষুধ সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বরগুনার স্বাস্থ্য অধিকার ফোরাম।
সোমবার (২৬ আগস্ট) বন্যাদুর্গত কুমিল্লা জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ফ্রী মেডিকেল ক্যাম্প করেন তারা।
এর আগে রবিবার দুপুরে বরগুনার জাগোনারী পাঠশালার সামনে থেকে বরগুনা জেলস স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু তিনদিনের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় মহিউদ্দিন অপু, জাগোনারী প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফা, আফরোজ সুলতানা আঁখি সহ ফোরামের অন্যান্য সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
যুব ফোরামের সমন্বয়ক মহিউদ্দিন অপু বলেন, বন্যার্তদের স্বাস্থ্য সেবা প্রদানে সহায়তায় পর্যাপ্ত মেডিসিন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেটসহ ১০ জনের একটি টিম কুমিল্লায় পৌঁছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের কাছে গিয়ে তাদের ফ্রী ওষুধ সেবা প্রদান করছে। বুড়িচং উপজেলাসহ কুমিল্লায় আমরা তিনটি ক্যাম্পের আয়োজন করেছি। সহযোগিতা পেলে আরও ক্যাম্প করা হবে।

বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু বলেন, বন্যাদুর্গত এলাকায় ফ্রী চিকিৎসা সেবা দিতে আমরা উদ্যোগ নিয়ে জাগোনারী ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় বরগুনা থেকে কুমিল্লায় এসেছি। বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার হাসানাত জাকি ও কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক রাশেদুল হাসান আয়ান আমাদের সাথে যুক্ত হয়ে ক্যাম্পে ফ্রী সেবা দিচ্ছেন। ডায়েরিসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই ত্রানের পাশাপাশি ফ্রী মেডিকেল ক্যাম্প বাড়ানো দরকার।
আপনার মতামত লিখুন :