ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:৫৫ পিএম

জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

জেলা প্রতিনিধি, নওগাঁ: 
 

নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সোমবার (৪ আগষ্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত)
কাউছার আলম।

এর আগে রোববার ৩ আগষ্ট দিবাগত রাত সাড়ে দশটায় উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এবং ওই দিন রাতেই থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে কামাল সরদার (৪০) একই ইউনিয়ন যুবদলের সভাপতি ও মিরাপুর গ্রামের সমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) এবং ভবানীপুর গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে ফারুক সরদার (৩৮)।

জানা যায়, উপজেলার ভবানীপুর এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছিল এমব গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটায় আত্রাই-রাণীনগর এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান কালে দেশীয় অস্ত্রসহ উপরোক্ত তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস জব্দ করা হয়।

পরবর্তীতে ওই দিন রাত ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় সোপর্দ করেন সেনাবাহিনীর সদস্যরা।

বিকেল সাড়ে ৫ টারা দিকে জানতে চাইলে আটক কামাল সরদার ও এরশাদ আলীর দলীয় পরিচয় নিশ্চিত করে আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন মুঠোফোনে বলেন, তাদের আটকের কথা শুনেছি। আলোচনা ও যাচাই করে পরবর্তীতে করণীয় ঠিক করা হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে তিনজনকে হস্তান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ওসি (তদন্ত) কাউছার আলম মুঠোফোনে বলেন, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতিসহ মোট ৮ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 

বর্তমান বাংলাদেশ

Link copied!