ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

খালিয়াজুরী হাওরে ট্রলারে ডাকাতি, স্বর্ণ-রুপা লুটের অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:২৩ পিএম

খালিয়াজুরী হাওরে ট্রলারে ডাকাতি, স্বর্ণ-রুপা লুটের অভিযোগ

ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ব্যবসায়ীর থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭৫ ভরি রুপা ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে ডাকাত দল।

ডাকাতের হামলায় ট্রলারে থাকা তিনজন আহত হয়েছেন। তাদের সবার নাম ঠিকানা পাওয়া যায়নি।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওটানা কুরেরপাড় হাওরে এ ডাকাতির ঘটনা ঘটে।  

আজ রোববার দুপুরে  খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী হলেন, মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের হীরা বণিকের ছেলে হিমেল বণিক (২৮)।

ভুক্তভোগী,  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর বাজারে ব্যবসায়ী হিমেল বণিকের একটি স্বর্ণের দোকান রয়েছে। এদিকে মোহনগঞ্জ বাজারে পোদ্দার পট্টিতেও একটি বড় আকারের স্বর্ণের দোকান রয়েছে তাঁর। জগন্নাথপুর বাজারের দোকানে কারিগর নেই, সেখানে শুধু অর্ডার নেওয়া হয়। ফলে গহনা তৈরির যেসব অর্ডার সংগ্রহ করে মোহনগঞ্জ বাজারের দোকানে নিয়ে যান হিমেল বণিক। পরে কারিগর দিয়ে গহনা তৈরি করে সেগুলো আবার জগন্নাথপুর বাজারের দোকানে নিয়ে গিয়ে কাস্টমারকে সরবরাহ করেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে জগন্নাথপুর বাজার থেকে সংগ্রহ করা ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭৫ ভরি রুপা ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে ট্রলারে করে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন নিমেল বণিক। তাঁর সাথে দোকানের কর্মচারী প্রান্ত পালসহ (১৮) ট্রলারে আরও ৩-৪ জন যাত্রী ছিলো। পথে জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওটানা কুরেরপাড় হাওরে একটি মাছ ধরার ট্রলারে করে ডাকাতরা তাদের আটকায়। দেশীয় অস্ত্র দিয়ে ১৪-১৫ জনের ডাকাত দলটি তাদের ওপর হামলা চালায়।  এসময় হিমেল বণিক পানিতে লাফিয়ে পড়েন। তবে প্রান্ত পালকে মারধর করে আহত করে তার কাছে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে যায় ডাকাতেরা। ট্রলারে থাকা মাঝি ও অন্য যাত্রীদের মোবাইলফোনও নিয়ে যায়।  একই সময়ে আরও ট্রলারে হামলা চালিয়ে দুই যাত্রীকে জখম করে তাদের থেকেও নগদ টাকা ও মোবাইলফোন নিয়ে যায়।খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে।

ভুক্তভোগী ব্যবসায়ী হিমেল বণিক বলেন, সন্ধ্যায় স্বর্ণালংকার নিয়ে রওনা হওয়ার পর ডাকাতেরা আমার পিছু নেয়। জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওটানা কুরেরপাড় হাওরে একটি মাছ ধরার ট্রলারে করে এসে ডাকাতেরা প্রথমে অন্য একটি যাত্রীবাহী ট্রলারে হামলা চালায়। সেখানে দুইজনকে কুপিয়ে জখম করে টাকা-পয়সা ও মোবাইলফোন নিয়ে নেয়। পরে আমাকে বহনকারী ট্রলারে হামলা চালায়। আমি লাফ দিয়ে পানিতে পড়ে যাই। তবে সাথে থাকা কর্মচারীকে পিটিয়ে তার কাছে থাকা  ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭৫ ভরি রুপা ও নগদ ৮৫ হাজার নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে ডাকাতেরা পালিয়ে যায়।  এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগীদের সাথেও কথা বলল।  অভিযুক্তদের ধরার পাশাপাশি  লুণ্ঠিত মালামাল ও স্বর্ণালাংকার উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

খালিয়াজুরী থানার ছবি 

বর্তমান বাংলাদেশ

Link copied!