মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার । ২৬ জুলাই ২০২৫ — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “পুরোনো সিস্টেমে আইন বাংলাদেশ চলবে না। আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।” তিনি আরও বলেন, “পুরাতন কাঠামো ভেঙে জনগণের রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তব্যে নাহিদ আরও বলেন, “পুলিশ হত্যাকে প্রাধান্য দিয়ে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ওপর দায় চাপানোর অপচেষ্টা হচ্ছে। আমরা ৩ আগস্টে একদফা দাবিতে পরিষ্কার বলেছি এ লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমাদের প্রতিরোধ ছিল ফ্যাসিস্ট রাষ্ট্র ও বাহিনীর বিরুদ্ধে। আমরা দেশ গড়তে এসেছি, দমন-পীড়নের শিকার হয়ে নয়।”
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছি, নতুন সংবিধান প্রয়োজন— যে সংবিধানে দেশের মানুষের মানবাধিকার লড়াইয়ের কথা থাকবে। ১৯৪৭ সালের ঐতিহাসিক লড়াই, ’৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ’২৪-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। সংবিধানে সকল জাতি-গোষ্ঠীর অধিকারের সমান স্বীকৃতি থাকবে। এই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে অনেক রাজনৈতিক শক্তি।
এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম এর সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব, আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাগছাস কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, সংগঠক জাকারিয়া ইমন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, সামান্তা শারমিন, প্রীতম দাশ, যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া প্রমূখ। এছাড়াও স্থানীয় নেতাকর্মী, ছাত্র-যুব সংগঠনের সদস্যরা ও সাধারণ জনগণ ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এ পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
আপনার মতামত লিখুন :