হেরোইন তল্লাশির নামে রাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে যান কয়েকজন সাংবাদিক ও স্থানীয় ব্যক্তি। পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করেছে।
তল্লাশির নামের যুবককে মারধরের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে রাজশাহীর এই ঘটনা দেখে আমি অবাক হয়েছি। কোনো ব্যক্তি অপরাধ করলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। দেশে আইন আছে। আইন নিজের হাতে তুলে নিবেন না।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুল্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধ সংগঠিত হচ্ছে। বিশেষ করে ঢাকায় বেশি পরিলক্ষিত হচ্ছে। তবে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি অন্য বাহিনীরাও মাঠে সক্রিয় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে। আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হবো। যেখানেই অপরাধ সংগঠিত হবে, সেখানেই রুখে দিতে হবে। তবে সেটা নিজের হাতে আইন নিয়ে নয়।
আপনার মতামত লিখুন :