ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরার মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খানের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:৪৯ পিএম

উত্তরার মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খানের শোক

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান।

সোমবার বাংলাদেশ জাগ্রত পার্টির প্রেস এন্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।


শোাবার্তায় জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইকরামুল খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

জাগ্রত পার্টির চেয়ারম্যান  আহতদের দ্রুত চিকিৎসা ব্যাবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!