ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বড় বড় মাফিয়াদের সব কিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:০৮ এএম

বড় বড় মাফিয়াদের সব কিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী

ছবি: বর্তমান বাংলাদেশ।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধিঃ
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব কিছু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারে পদযাত্রা শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, চাকরির জন্য তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মর চাকরি হয় নাই। উপদেষ্টাদের বাড়ি হয়েছে। উপদেষ্টাদের সব কিছু হয়েছে। বড় বড় মাফিয়াদের সব কিছু হয়েছে। ব্যবসা বাণিজ্য দখল হয়েছে। কিন্তু যারা যুব ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় নাই। তরুণ প্রজন্মের কোনো চাকরি হয় নাই।
তিনি আরও বলেন, যারা মিডিল ক্লাস ফ্যামেলি রয়েছে, তারা যখন সবজি কিনতে যান, তখন আর বাজেটে হয় না। কোনো কিছু কেনাকাটা না করে বাড়ি ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই নাই। এনসিপির নেতৃত্বে জনগণের সরকার গঠন হলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করবো।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, যে জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চলতে হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ করতে না পারে। এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না। দেশে ৫০ পার্সেন্টের কাছাকাছি তরুণ প্রজন্ম রয়েছে। মা-বাবার টাকা খরচ করে ইউনিভার্সিটি-কলেজে পড়াশোনা করে, যখন দেশে একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘোরাফেরা করতে হয়, এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা দীনা।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।শ্রীমঙ্গলে এনসিপির কেন্দ্রীয় নেতা প্রীতম দাসের বিরুদ্ধে বিক্ষোভ, ফেসবুকে প্রতিবাদ-সমালোচনার ঝড়
ছাত্রজনতা

 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথসভার  নামে ছাত্রজনতার সাথে প্রতারণা ও আওয়ামী দোসরদের নিয়ে মতবিনিময় করার অভিযোগ এনে শনিবার রাত ৮টায় মানববন্ধন করেছে ছাত্রজনতা। সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোঃ মোজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, ও ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী বাবুল আহমদ।

সমাবেশে বক্তারা বলেছেন,  আমরা মাইকিং, পোস্টারসহ বিভিন্ন মাধ্যমে  কয়েক দিন ধরে আমরা দেখেছি, দেশ গড়তে মৌলভীবাজারে শনিবার সকালে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এতে যোগদান করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ নেতা। মৌলভীবাজার পথসভা শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে পথসভায় যোগ দেবেন গণঅভ্যুত্থানের সম্মুখ সারির জুলাই যোদ্ধা নাহিদ ইসলামসহ অন্যরা। 
এ উপলক্ষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অস্থায়ী মঞ্চ প্রসস্তুত ও কয়েকটি মাইকও লাগানো হয়। স্থানীয় ছাত্রজনতাদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল এক নজরে কাছ থেকে দেখবেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির সম্মুখ নেতৃত্ব প্রদানকারী নাহিদ ইসলামসহ জুলাই যোদ্ধাদের দেখবেন, কথা শুনবেন।  বহু আশা নিয়ে দুপুর থেকেই অনেক ছাত্রজনতা চৌমুহনা সড়কের দুই পদপাশে অপেক্ষায় থাকেন জুলাই যোদ্ধাদের দেখা ও বক্তব্য শোনার। 
কিন্তু দুঃখজনক হলেও সত্য, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ পূর্ব ঘোষণা ছাড়াই চা শ্রমিক ও আদিবাসি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে মতবিনিময় সভায় জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ করান। নিজের স্বার্থসিদ্ধির জন্য পথসভা স্থগিত করে চা শ্রমিক নেতা, আওয়ামী লীগের নিপেল পালের সাথে এনসিপির নেতাদের দেখা করান, কিন্তু চৌমুহনায় নেতাদের অংশগ্রহণ করাননি। এতে তিনি সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। বৈষম্য করেছেন।

জানা যায়, এনসিপি নেতারা মৌলভীবাজারের পথযাত্রা ও পথসভা শেষ করে প্রায় দেড়টার দিকে গাড়িবহর নিয়ে শ্রীমঙ্গলে আসেন। এরপর দুপুরের শহরের ভানুগাছ রোডের একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে মহসিন অডিটোরিয়ামের ৪র্থতলার একটি কনফারেন্স রুমে স্থানীয় চা শ্রমিক ও আদিবাসীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এরপর নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতারা চৌমুহনা হয়ে শ্রীমঙ্গল ছাড়লেন। এসময় স্টেশন রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোডসহ চৌমুহনার আশপাশ সড়কে উপচেপড়া ছাত্রজনতার ভিড় ছিল। ঘন্টাখানেক ধরে নাহিদ ইসলামদের দেখায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের সাথে সাক্ষাত করেননি কেউই। চৌমুহনার পথসভায়ও যোগ দেননি নেতৃবৃন্দ। এসময় চৌমুহনা শতশত মানুষ হইচই শুরু করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্যসচিব, শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাশকে দোষারুপ শুরু করলেন। স্থানীয়রা বলেন, প্রীতম দাশ এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলে এনে নিজের ভোটের চিন্তা করে শুধু চা শ্রমিকদের সাথে মিটিং এর সুযোগ করে দিলেন। অথচ আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু এখানেই তিনি বৈষম্য করলেন। শুধু বৈষম্য না, তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে প্রতারণার করেছেন। পূর্বে পথসভার ঘোষণা দিয়ে হঠাৎ পথসভা স্থগিত করে কয়েকজন চা শ্রমিক ও মণিপুরী আদিবাসি সম্প্রদায়ের সাথে সভা করেছেন।

এই ঘটনাটি নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। স্থানীয় এনসিপি এবং ইসলামী ছাত্রঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন ক্ষোভ নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তুমুল সমালোচনা শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সংগঠক মোজাহিদুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে জুলাই পথযাত্রার নামে আওয়ামীলীগ নেতা চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি নিপেন পালের সাথে জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম-কে সাক্ষাৎ করান প্রতীম দাস। কাজেই প্রীতম দাশকে ভবিষ্যতে শ্রীমঙ্গলে কোনো সভা করার সুযোগ দেওয়া হবে না।

শিক্ষক হাবিবুর রহমান বলেন, জুলাই যোদ্বাদের দেখার জন্য হাজারো মানুষেরা বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, অন্য দিকে শ্রীমঙ্গলের প্রীতম দাস স্পেশালভাবে চা শ্রমিকদের সাথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করিয়ে পথ যাত্রা শেষ করে দেন। রাস্তায় অপেক্ষমান মানুষ নিরাশ হয়ে ফিরে যেতে হয়।

ব্যবসায়ী মুসাতাকিম আল মুন্তাজ বলেন,
শ্রীমঙ্গলে পথসভার কথা থাকলেও হয় নি। কিন্তু সেই সময়টা চা শ্রমিকদের দেওয়া হইছে! বিষয়টা বৈষম্য হয়ে গেল না!

এবিষয়ে জানতে মুঠোফেনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আসলে এমন নয়। আমাদের নাহিদ ভাই শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় এই সভা স্থগিত করা হয়েছে। আপনার বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ হয়েছে এ বিষয়ে জানেন? তিনি বলেন এসব বিষয়ে বিস্তারিত প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!