ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৬:৪৫ পিএম

যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় সমাধিস্থলে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ এই সময়ে কেন গিয়েছেন, এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক কর্মসূচি। উনি (খালেদা জিয়া) তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নিয়েছেন, কাউকে জানাতে চাননি। তার পরও আমাদের যেসব নেতাকর্মী খবর পেয়েছেন তারা অনেকেই এসেছেন।’

রাতে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘যাতে দেশের মানুষের কষ্ট না হয়, রাস্তায় চলাচলকারী মানুষের কষ্ট না হয় সেজন্য তিনি গভীর রাতকে বেছে নিয়েছেন। উনার কারণে মানুষের কষ্ট হোক, সেটা উনি চান না।’

ডা. জাহিদ আরও বলেন, ‘বেগম জিয়া সেখানে কোরআন তিলাওয়াত করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, দরুদ পড়েছেন, ফাতিহা পাঠ করেছেন।’


এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে স্বামীর সমাধিস্থলে এসেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর এটাই প্রথম তার সেখানে যাওয়া।

বর্তমান বাংলাদেশ

Link copied!