ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনেই দেশ সঠিক পথে অগ্রসর হবে: মির্জা ফখরুল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৭:৩৭ পিএম

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনেই দেশ সঠিক পথে অগ্রসর হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব। নির্বাচনে যতই দেরি হবে বাংলাদেশ ততই পেছাবে। দেশে বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে, সামাজিক নিরাপত্তা হবে বিঘ্নিত, জুডিশিয়াল ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। যেই সরকারের পেছনে থাকবে জনগণ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের কাছে যান, মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নেই। তিনি (ড. মুহাম্মদ ইউনূস) লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সময় ঠিক করেছেন। এইজন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

মির্জা ফখরুল বলেন, আমরা সেই দল সেই যে দল স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কর্মস্থান সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে চাই। সেজন্য বিএনপি ৩১ দফা দিয়েছে। শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই দেশ আমরা গড়তে চাই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

বর্তমান বাংলাদেশ

Link copied!