ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৭:৪৩ পিএম

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি

এবার দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ জন ছাত্রনেতাকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৭ জুলাই) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বর্তমান বাংলাদেশ

Link copied!