ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ঐকমত্য কমিশনের নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:৩৬ পিএম

পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ঐকমত্য কমিশনের নয়: মির্জা ফখরুল

ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করে না।
রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।


বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ঐকমত্য কমিশনের নয়। দাবিটি কয়েকটি রাজনৈতিক দলের। বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে সংস্কার বিরোধী ট্যাগ ও নানা অপপ্রচারে একটি মহল লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সামনে কঠিন পরীক্ষা। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকেই বেছে নেবে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো কিছু বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই বিএনপির ৩১ দফায় উল্লেখ রয়েছে। একমত না হওয়া বিষয়গুলো ইশতেহারের যুক্ত করে জনগণের কাছে যেতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!