ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুর

অবিলম্বে জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে : ডাঃ ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৭:৫১ পিএম

অবিলম্বে জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে : ডাঃ ইরান

ছবি: বর্তমান বাংলাদেশ।

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস ও বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন—এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক রাজনীতি, ভিন্নমত এবং নাগরিক অধিকারকে নির্মমভাবে দমন করার অপচেষ্টা। রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ছাড়া এই ধরনের হামলার ব্যাখ্যা হয় না।

আজ ৩১ আগষ্ট (রবিবার) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে  রাজধানীতে আয়োজিত সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতির বক্তব্যে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে এখন ভয়ঙ্কর এক ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। যারা সত্য কথা বলে, যারা মানুষের অধিকার ও গণতন্ত্রের দাবিতে আন্দোলন করে, তাদের ওপরই হচ্ছে এ ধরনের হামলা। ভিপি নুরের ওপর হামলা আসলে গণতন্ত্রের কণ্ঠরোধের আরেকটি জঘন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বাংলাদেশ লেবার পার্টি স্পষ্ট করে জানাচ্ছে, আমরা এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ করছি এবং ভিপি নুরসহ সকল আন্দোলনরত নেতাকর্মীদের পাশে আছি। গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান কঠোরভাবে ঘোষণা করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এরা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণে সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। এই দোসরদের রাজনীতি টিকিয়ে রাখা মানে জনগণের আন্দোলনের পথে বাঁধা সৃষ্টি করা।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করছে না, বরং পুরনো দমননীতির ধারাবাহিকতা বজায় রাখছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ; কিন্তু আজ সেই চেতনা উপেক্ষা করে দমন, নিপীড়ন ও প্রতারণার রাজনীতি পুনরুজ্জীবিত করা হচ্ছে।

সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, এই হামলা গণতন্ত্র, স্বাধীনতা ও নাগরিক অধিকারের জন্য হুমকি। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিন্নমতের ওপর দমন-পীড়ন বন্ধ না হলে এবং হামলাকারীদের বিচার না হলে আগামী দিনগুলোতে ভয়াবহ গণআন্দোলনের জোয়ার সৃষ্টি হবে। এই দায় সরকারেরই বহন করতে হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!