প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে(এনসিপি) প্রতীকটি দিতে পারেনি ইসি।
রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, এনসিপি কাঙ্ক্ষিত প্রতীক না পেলেও গণতন্ত্রায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করে না নির্বাচন কমিশন। গণঅভ্যুত্থানে যারা নিজের জীবন বাজি রেখে জড়িত ছিলো তারা এ ধরনের কাজ করবে না বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন চায় একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে, রাতের অন্ধকারে লুকিয়ে কোনো ভোট হবে না বলেও আশস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।
আপনার মতামত লিখুন :