গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের নিজাম উদ্দিনের ৬ষ্ঠ সন্তান সুমন টিস্যু ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার পরিবার জানিয়েছে, সুমনের চিকিৎসা ব্যয় বহনের সক্ষমতা তাদের আর নেই। সুমনের বাবা নিজাম উদ্দিন পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই তাদের। সবজি বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলে সংসারের খরচ।নিজের ছেলে সন্তানের এমন অবস্থায় হা-হুতাশ করছেন পরিবারের সবাই। সরকার ও বিত্তবানদের মুখ চেয়ে পার করছেন রাত দিন।
পরিবার সূত্রে জানা গেছে, ভারত ও বাংলাদেশ বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও কেমোথেরাপি ও তিনটি অপারেশনে ৩০-৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন বাঁচার জন্য জরুরি অপারেশন ও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য আরও ১৫-২০ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সুমনের পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তারা বলেন, “আমরা খুবই অসহায়। সন্তান নিয়ে কষ্টে আছি। সুমনকে বাঁচাতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,সুমনের পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।
সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ পার্সোনাল নম্বর:সুমনের বাবা নিজাম উদ্দিনের নাম্বার: 01817992401 ও সুমনের নাম্বার:01319121935
অথবা ইউনিয়ন ব্যাংক,মাওনা চৌরাস্তা শাখা
শেফালী আক্তার, একাউন্ট নাম্বার:0301110054027
আপনার মতামত লিখুন :