ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

‘নুরের শারীরিক অবস্থার উন্নতি, কমেছে মস্তিষ্কের রক্তক্ষরণ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১২:৩৪ পিএম

‘নুরের শারীরিক অবস্থার উন্নতি, কমেছে মস্তিষ্কের রক্তক্ষরণ’

ছবি: সংগৃহীত

 

নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, মস্তিষ্কের রক্তক্ষরণ কমছে, সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক।
আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলের পরিচালক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে ছয় সদস্যের মেডিকেল বোর্ড।


শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সাথে গণ-অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেধরক মারধরের শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

বর্তমান বাংলাদেশ

Link copied!