ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৬:২২ পিএম

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

গাজায় রেডক্রসের গাড়িবহর। ছবি : সংগৃহীত

গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে গাজা থেকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।

সোমবার (১৩ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় সাত জিম্মিতে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এর কয়েক ঘণ্টার মধ্যে অবশিষ্ট ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি।

দ্বিতীয় দফায় মুক্তি পাওয়া জিম্মিরা হলেন বাহবোত, অ্যাভিনাতান ওর, ইউসেফ-হাইম ওহানা, ইভায়াতার ডেভিড, রম ব্রাসলাভস্কি, সেগেভ কালফন, নিমরোদ কোহেন, ম্যাক্সিম হেরকিন, এইতান হর্ন, মাতান জাঙ্গাউকের, বার কুপেরশতেইন, ডেভিড কুনিও এবং এরিয়েল কুনিও।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় মুক্তি দেওয়া জিম্মিদের মতো তাদেরও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে হস্তান্তর করবে সংগঠনটি।

সংবাদমাধ্যম জানিয়েছে, এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলও ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে বলে জানিয়েছে। তাদের মধ্যে ২৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে ফিলিস্তিনের বিখ্যাত নেতা মারওয়ান বারঘৌতি এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় নেই। অনেকেই তাকে ‘ফিলিস্তিনের ম্যান্ডেলা’ বলে ডেকে থাকেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৬৭ হাজার ৮০৬ মানুষ নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৭০ হাজার ৬৬ আহত হয়েছেন। এর আগে ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। এতে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন। এছাড়া প্রায় ২০০ জনকে জিম্মি করে তারা।

বর্তমান বাংলাদেশ

Link copied!