ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

গাজা দখলে ইসরাইলের অভিযানে ৮১ জন নিহত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১১:০৩ এএম

গাজা দখলে ইসরাইলের অভিযানে ৮১ জন নিহত

পুরো গাজা দখলে অভিযান শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগর কেন্দ্র দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। ভোর থেকে গাজায় ইসরাইলি হামলা এবং অনাহারে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

 

এরআগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হবে। এরপরপরই এই হামলা চালানো হলো।


চলতি সপ্তাহে ইসরfইলি ট্যাঙ্ক গাজা সিটির কেন্দ্রস্থলের কাছাকাছি চলে আসায় প্রায় দশ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন।

 

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক গাজা সিটিতে ইসরাইলের সেনাবাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

বুধবার অবরুদ্ধ গাজায় আরো তিনজন ফিলিস্তিনি অনাহারে মারা যান। এনিয়ে অনাহারে মৃতের সংখ্যা ২৬৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।

 

দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি হামলায় তিনজন নিহত হন। এছাড়া ইসরাইলি বাহিনীর গুলিতে মারা গেছেন ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান।


এছাড়া, বুধবার ত্রাণ আনতে গিয়ে ইসরাইলের হামলার শিকার হয়ে মারা যান ৩০ জনের বেশি মানুষ।

 

ইসরাইলের কঠোর অবরোধ এবং চলমান আক্রমণের ফলে খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজা দুর্ভিক্ষের কবলে পড়েছে।

 

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে দিয়েছে, ইসরাইলের চলমান সাহায্য অবরোধের মধ্যে গাজাজুড়ে অপুষ্টির হার বাড়ছে।

 

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা সিটিতে প্রতি তিনজন ফিলিস্তিনি শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!