গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর পৌনে তিনটায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামে আবুল খায়ের গ্ৰুপের মালিকানাধীন এনকেএস টেক্সটাইল নামের একটি নির্মাণাধীন কারখানার পুকুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে রায়হান সিকদার (৮) ও তার প্রতিবেশী রজব আলীর ছেলে মো. মাহিম(৭) । ডুবে যাওয়ার পর আশপাশে অন্যান্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ওই গ্ৰামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের বলেন, শিশু দুটি খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাদের বাঁচানো যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সেখানে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :