ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রাজনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের কুঠিবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো-ওই গ্রামের প্রবাসী তারা মিয়ার মেয়ে তাসমিম খাতুন (৫) ও সোহেল মীরের ছেলে আরিয়ান (৪)।
রাজনগর গ্রামের কলেজ ছাত্র তানিম আহম্মেদ জানান, দুপুরে ৩ শিশু বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে এক শিশু বাড়িতে ফিরলেও আরিয়ান ও তাসমিম ফেরেনি। পরে পরিবারের লোকজন নদীতে গিয়ে খোজাখুজির এক পর্যায়ে তাদের লাশ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :