ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ত্রিশালে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১০:০২ পিএম

ত্রিশালে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

ছবি: বর্তমান বাংলাদেশ।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি চালিত  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন—ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি চালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উল্টো পথে আসা ঢাকামুখী একটি ট্রাকের সাথে বিপরীতগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন। এসময় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ গুরুতর আহত সিএনজি চালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব ভূঁইয়া বলেন, “উল্টো দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।”

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, “ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বর্তমান বাংলাদেশ

Link copied!