ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নাটোরে পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদকে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:৪৪ পিএম

নাটোরে  পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদকে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

ছবি বর্তমান বাংলাদেশ

নাটোরে পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাটোর শহর শাখা  জামায়াতে ইসলামী ।
আজ বুধবার (১৫অক্টোবর) সকাল দশটায় শহর শাখা জামায়াতের উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলামের সভাপতিত্ব ও সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
    মানববন্ধনে বক্তারা বলেন, পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদকে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা সরকার কে অবশ্যই মেনে নিতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই পাঁচ দফা দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
       এছাড়া ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!