ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:০০ পিএম

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

ছবি: বর্তমান বাংলাদেশ।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

জব্দ করা এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

আজ  রোববার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কারুজ্জামান
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মাদক জব্দ করেন বিজিবির সদস্যরা।

বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২ নম্বর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নামক এলাকা থেকে টহল দলটি মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। জব্দকৃত ফেনসিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। 

বর্তমান বাংলাদেশ

Link copied!