ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে প্রবাস থেকে শোক প্রকাশ করলেন সেলিম রেজা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:০৮ পিএম

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে প্রবাস থেকে শোক প্রকাশ করলেন সেলিম রেজা

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় নাসিম আকনের জানাজায় উপস্থিত থাকতে পারেননি, এজন্য তিনি বিমূর্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন।

রোববার সকালে হোয়াটসঅ্যাপে কল করে তিনি শোক জানিয়ে বলেন, নাসিম আকনের ইন্তিকালে আমরা বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও সংগ্রামী নেতাকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। দলের প্রচার ও প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

সেলিম রেজা আবেগভরে স্মৃতিচারণ করে ফেসবুকে লিখেন, নাসিম, তুই অসময়ে চলে গেলি! কয়েকদিন আগেই তো বলেছিলি, অনেক বছর দেখা হয় না আমেরিকা যাওয়ার পর থেকে। আমি যদি জানতাম তুই এভাবে চলে যাবি, তাহলে সেদিন পাঁচ মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা তোকে নিয়ে গল্প করতাম।

তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে ক্ষমা ও রহম করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন, গুনাহ মাফ করে নেকিতে পরিণত করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তাঁর শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দিন।

সেলিম রেজা জানান, দেশে ফিরে তিনি নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!