ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নলছিটিতে বিএনপির পক্ষে জনসংযোগ ও পথসভা করলেন এ্যাড. শাহাদাৎ হোসেন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:০৫ পিএম

নলছিটিতে বিএনপির পক্ষে জনসংযোগ ও পথসভা করলেন এ্যাড. শাহাদাৎ হোসেন

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির নলছিটিতে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ও জনাব তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও পথসভা করলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন।

২৬ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন স্হানীয় নেতা কর্মী নিয়ে এক পথসভা থেকে বিএনপির পক্ষে জনসংযোগ শুরু করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান ও জনাব তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

এ্যাড. শাহাদাৎ হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি আপনাদের মাঝে আছি আর ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদেরই সন্তান। আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আর এজন্য দল যদি আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তবে এ আসনটি ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সেক্রেটারী গিয়াস উদ্দিন সরদার, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সেক্রেটারী সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি জনাব মজিবর রহমান, পৌর বিএনপির সেক্রেটারী কাজী জাহাঙ্গীর হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির মূলদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, তাতী দল সহ বিভিন্ন দলীয় নেতাকর্মী বৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!