হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ কর্তৃক মৌলভীবাজার জেলাকে বিচ্ছিন্ন করার হুমকি ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে জেলাবাসী। এরই অংশ হিসেবে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক গণঅবস্থান কর্মসূচি।
রবিবার ৯ নভেম্বর মৌলভীবাজার জেলাবাসীর আয়োজনে শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচী শুরু হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “মৌলভীবাজারের মর্যাদাহানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জেলার সম্মান ও ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তারা আরও বলেন, “মৌলভীবাজার একটি ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমণ্ডিত জেলা। এর মর্যাদা, সংস্কৃতি ও সুনাম রক্ষায় যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
শেষে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান অবিলম্বে মৌলভীবাজার জেলার মর্যাদা নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

আপনার মতামত লিখুন :