ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

বগুড়া-৩ এর ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে মনোনয়ন দেওয়ায় উজ্জীবিত তৃণমূল নেতা-কর্মীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:৫৩ পিএম

বগুড়া-৩ এর ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে মনোনয়ন দেওয়ায় উজ্জীবিত তৃণমূল নেতা-কর্মীরা

ছবি বর্তমান বাংলাদেশ

ধানের শীষ’ মার্কায় গত সোমবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠের হাওয়া জোরদার হয়েছে। বিএনপি ধানের শীষের প্রার্থীদের নামগুলো মিডিয়ার মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপরই পর পর সকল পর্যায়ের তৃণমূলের নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে খুশিতে ওই রাতেই বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়ায়) আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে সান্তাহারস্থ তার নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এম এম আখতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল, মৎস্যজীবী দল, কোকো ও  জিয়া পরিষদের প্রায় ১ হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হওয়ার কারণে এখানে এলাকা ভেদে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে কেন্দ্রীয় বিএনপি আব্দুল মহিত তালুকদারকে ধানের শীষে প্রার্থী ঘোষণা করেন।
এ বিষয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে বগুড়া-৩ আসনটি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিবো ইনশাআল্লাহ।

বর্তমান বাংলাদেশ

Link copied!