গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুবকর সিদ্দিক মোড়ল শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতকাফ মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু হয়। শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে এসে পথসভায় রূপ নেয়।
শোডাউনে শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন জমিয়তের নেতাকর্মী ও সমর্থকরা। এর মাধ্যমে প্রার্থী মাওলানা আবুবকর সিদ্দিক স্থানীয় জনগণের মাঝে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুবকর সিদ্দিক। তিনি বলেন, “আমরা ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে বিজয়ের পথে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি আতাউল্লাহ কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নির্বাচনী মাঠে দলীয় ঐক্য ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় জনসাধারণের মাঝে শোডাউনটি উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করে এবং নির্বাচনী মাঠে জমিয়তের কার্যক্রমকে আরো গতিশীল করে তোলে।
আপনার মতামত লিখুন :