ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় একদিনে হয়ে গেল ১২ টি দলের ফুটবল খেলা

বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৮:২২ পিএম

নওগাঁয় একদিনে হয়ে গেল ১২ টি দলের ফুটবল খেলা

ছবি: বর্তমান বাংলাদেশ।

এসো দেশ বদলাই, পৃথিবি বদলাই”— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে হয়ে গেল একদিনের ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। উপজেলার ডাক বাংলা মিনি স্টেডিয়ামে মহাদেবপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।  

উপজেলার ১০ ইউনিয়ন এবং ছাত্রদল ও কৃষক দলের ২টি ফুটবল টিম নিয়ে ১২ দল এ খেলায় অংশগ্রহণ করেন।

মহাদেবপুর সদর ইউনিয়ন, খেজুর, হাতুড়, চান্দাই, চেরাগপুর, ভীমপুর, রাইগাঁ, উত্তরগ্রাম, সফাপুর, এনায়েতপুর এবং থানা ছাত্রদলের একটি ও কৃষক দলের একটি ফুটবল দল খেলায় তাদের নৈপুণতা দেখায়।

প্রথমে ত্রিশ মিনিট, এরপর ১৫ মিনিট ও ১০ মিনিট করে ১২ টি দলের ব্যতিক্রমী খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় এনায়েতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে খেজুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। খেলাটি ছিল বন্ধুত্বপূর্ণ হলেও প্রতিটি দলই খেলেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব নিয়ে।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, খেলাধুলার প্রতি মনোযোগ থাকলে যুবকদের বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকেনা। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলার প্রতি আকর্ষণ করতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।

মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে।

তিনি আরও বলেন, “তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।”

একসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল খেলোয়াড় আইরিন খাতুন ও সুরমা জান্নাত। এছাড়াও মহাদেবপুরউপজেলা কষকদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি পরে বিজয়ী ও বিজিত উভয় দলকে বড় দুটো খাসি ও ট্রপি হাতে তুলে দেন। এছাড়া নারী দুই ফুটবল খেলোয়াড়কে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এবং প্রত্যেকটা খেলোয়াড়কে সান্ত্বনা মূলক মেডেল পরিয়ে দেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দরা।

বর্তমান বাংলাদেশ

Link copied!