ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

আদমদিঘিতে সদস্য নবায়ন ও গণসংযোগ সমাবেশ অনুষ্ঠিত

মো:মাইন, আদমদিঘী, বগুড়া

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৪২ এএম

আদমদিঘিতে সদস্য নবায়ন ও গণসংযোগ সমাবেশ অনুষ্ঠিত

ছবি: বর্তমান বাংলাদেশ।

বগুড়ার আদমদিঘি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও গণসংযোগ সমাবেশে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ। দিনব্যাপী এ আয়োজন ছিল প্রাণবন্ত ও সাহসী বক্তব্যে মুখর। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদিকা ও বিএনপি মিডিয়া সেলের সম্পাদিকা মোসাম্মৎ মাহবুবা হাবীবা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন:  
আজ আমাদের লড়াই কেবল ভোটের নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। যারা সারা দেশে জনগণের অধিকার কেড়ে নিয়ে অরাজকতা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থাকব এবং জনগণের রায় নিয়ে ধানের শীষকে বিজয়ী করব। এছাড়াও উপস্থিত ছিলেন আদমদিঘি উপজেলার মো. মুত্তাকিন তালুকদার (সহ-সভাপতি), মো. কামরুল হাসান মধু (সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক), মো. গোলাম মোস্তফা (সহ-সভাপতি), মো. ফরিদুল হক মুক্তা (সহ-সভাপতি),আদমদীঘি উপজেলা বিএনপির  শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মোতালেব,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, আদমদিঘি সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার, সান্তাহার ইউনিয়ন যুবদল নেতা ফজলু করিম তুফান।আদমদীঘি উপজেলা ছাএদল সহ সভাপতি মারুফ,উপজেলা ছাত্রদলের নেতা আব্দুল খন্দকার আওয়াল প্রমুখ। সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!