দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও স্বল্প আয়ের মানুষদের সুলভ মূল্যে খাদ্যপণ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ভর্তুকি মূল্যে আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। রাণীনগর টিএন্ডটি অফিস সংলগ্ন ও সিম্বা বাজার এই দুইটি পয়েন্টে (ওএমএস) ডিলারের মাধ্যমে ভর্তুকী মূল্যে আটা বিক্রয় করা হচ্ছে।
সোমবার সকালে উপজেলা টিএন্ডটি অফিস সংলগ্ন পয়েন্টে ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, ডিলার মুক্তার হোসেনসহ ক্রেতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি কর্ম দিবসে সাধারণ মানুষ প্রতি কেজি আটা ২৪ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।
আপনার মতামত লিখুন :