ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

রাণীনগরে দুস্থদের মাঝে উপকরণ বিতরণ

মামুনুর রশিদ, রাণীনগর

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:০৪ পিএম

রাণীনগরে দুস্থদের মাঝে উপকরণ বিতরণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগর উপজেলায় ১৩টি দুস্থ পরিবারের মাঝে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই উপকরণ বিতরণের আয়োজন করেন।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান এই উপকরণগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইসমাইল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা যুব কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এমন মানবিক সহযোগিতা প্রদান করায় সুবিধাভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বিভিন্ন দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সেই সব ক্ষতিগ্রস্থ মানুষরা সহযোগিতার জন্য আবেদন করেন। সেই আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর উপজেলার ১৩টি দুস্থ পরিবারের মাঝে ঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সরকারের পক্ষ থেকে এই ধরণের সহযোগিতা প্রদান করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!