ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩

আল আমিন মুন্সী, নরসিংদী

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৫৬ পিএম

নরসিংদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩

ছবি বর্তমান বাংলাদেশ

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০)। নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির বাসটি ইজিকাইককে চাপা দেয়। এসময় সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। বাকি দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ফাহিম মারা যায়, অপরজন সাব্বির হোসেন ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানে রাতেই চিকিৎসাধিন মারা যায়।  সরেজমিনে গিয়ে দেখা যায়, রাইনাদী এলাকায় পাশিপাশি মহল্লায় বাড়ি নিহতদের। তার মাঝে সিয়াম অবিবাহিত, বাকি দুইজন বিবাহিত। এর মাঝে অটো চালক ফাহিমের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া দেখা গেছে স্থানীয় কবস্থানের একই সাড়িতে তিন জনকে দাফন করার প্রস্তুতি চলছে। বাদ জুমার নামাজের পর জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুত গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ১জন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দূর্ঘটনা কবলি বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগি। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সভাপতি শাওন খন্দকার শাহিন। তিনি বলেন, ২২ অক্টোবর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছি। তখনই চালকদের সতর্ক করেছিলাম, জীবিকার জন্য মৃত্যুঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। একটি দুর্ঘটনা মানে একটি পরিবারের সারাজীবনের কান্না। আজকের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি,  মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হোক, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

বর্তমান বাংলাদেশ

Link copied!