ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ক্ষমতার দাপটে বিনা অনুমতিতে গাছ কাটার আলোচনা সমালোচনা ঝড় উঠেছে

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:০৫ এএম

ক্ষমতার দাপটে বিনা অনুমতিতে গাছ কাটার আলোচনা সমালোচনা ঝড় উঠেছে

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজার কমলগঞ্জ হীড বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকি ক্ষমতার দাপটে বিনা অনুমতিতে ২ টি গাছ কাট নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সোমবার (২৫ আগষ্ট) সোমবার বিনা অনুমতিতে গাছ কাটান। কমলগঞ্জ উপজেলা হীড বাংলাদেশ অফিস এলাকা থেকে একটি শতবর্ষী রেইনট্রি গাছ বিক্রির উদ্দেশ্যে গোপনে কেটে খণ্ডাংশ করে হীড গেস্ট হাউসের সংলগ্নে রাখেন। 
কোন সংস্থা বা ব্যাক্তি গাছ কাটতে হলে ইউএনও’র নিকট আবেদন করতে হয়। একি সাথে বন বিভাগের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া গাছ কর্তন মারাত্নক অপরাধ। অনুমতি ছাড়া গাছ বিক্রি উদ্দেশ্যে অবৈধ ও বেআইনী কাজ করেছেন বলে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। 
জানা যায়,হীড বাংলাদেশ হচ্ছে স্বাস্থ্য বিভাগের আওতায় এখানকার গাছ কাটতে হলে জেলা প্রশাসন ও বন বিভাগের লিখিত অনুমতি বাধ্যতামূলক। অনেক আগে আরো ২-৩ টি গাছ কেটেছেন। 
নেই বন বিভাগের কোন অনুমোদন, এমনকি নেই ইউএনও’র ও কোন অনুমোদনের কাগজ। ক্ষমতার দাপটে আইনের তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করছে বলে অভিযোগ এলাকাবাসীর। গাছ কাটার যদি বিশেষ প্রয়োজন হয়ে থাকে তাহলে অনুমতি নিয়ে কাটতে হবে। 
স্থানীয় সূত্রে জানা যায়, লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকি তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপকর্ম লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। নুরে আলম সিদ্দিকি এর সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের সাথে অনেক ঘনিষ্ট ছবি সোস্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। সে সময় তিনি মন্ত্রীর দোহাই দিয়ে খুব দাপট খাটাতেন। বর্তমানেও তিনি সেই দাপটে চলছেন বলে গাছ কাটতে কোন অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলেন উনার অর্ডার যারা ত কেউ গাছ কাটবে না। উনি হচ্ছেন এখানকার ডিপার্টমেন্টের এড। ২ টা গাছ কাটা হয়েছে। এগুলো অনেক আগেই কাটা হয়েছে। 
কমলগঞ্জ হীড বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টাফ জেকশন জানান আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছের মুড়ি কাটা হয়েছে সেটা অনেক পুরনো একটি গাছ ছিল। আমাদের এখানে দেখতে পাচ্ছেন রান্নার ঘর এখানে গাছের কিছু ডাল-পালা ভেঙ্গে পড়েছিল।যে কারনে এটা কাটতে আমরা বাদ্য হয়েছি। যদি ও কৃতি পক্ষ একটু দেরি হয়েছে পারমিশন নিতে। শুধু একটি মাত্র গাছ কাটা হয়েছে। 
কমলগঞ্জ হীড বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকি বলেন মরা গাছ যেটা কারেন্টের তারের উপর দিয়ে এবং আমাদের গেস্ট হাউজের রান্না ঘরের পাশেই ছিলও।।আমরা যানমালের কথা চিন্তা করে গাছ টা কেটে পেলি। আসলে ঘটনা টি সত্য। তখন আর পারমিশন নেওয়ার মতো চিন্তা মাথায় কাজ করে নি তখন। হিট বাংলাদেশ আসলে মানবতার সেবায় নিয়জিত।
কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জ সহকারী কর্মকর্তা মোহাম্মাদ জুয়েল রানা বলেন আমাদের বন বিভাগ বা কমলগঞ্জের ইউএনও’র স্যার কে যদি অবগতি করতেন, তাহলে আমার এখানে আসতে হতো না। কমলগঞ্জ  ইউএনও’ স্যার কে বিষয়টা  অবগতি করি,উনি বলেন যে গাছগুলো যেনও এখান থেকে না সরে যথাযথ ব্যবস্তা নেন। তাই মাল গুলো জব্দ করি। তারপর যা কি করতে হবে কমলগঞ্জ ইউএনও’র স্যার কে অবগতি করেই আমাদের যেটা আইন আছে সেটা করব।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন খবরটি পাওয়া মাত্রই আমরা বন বিভাগে ওই জায়গায় পাটিয়েছি। বর্তমানে গাছ গুলো বন বিভাগের অধিনে রয়েছে। বন বিভাগের অনুমোদন ছাড়া  এ বিষয়ে উনার যে কতৃপক্ষ আছে তাদেরকে ও অবগতি করব এবং উনার বিরুদ্ধে কি ব্যবস্তা নিবে তা জানতে চাইব।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!