“পরিষ্কার হাত, নিরাপদ জীবন”— এ স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা। ডিপিএইচই-এর SAE রবীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) প্রিয়াংকা দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ান হোসেন , উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সানাউল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর দাস, উপজেলা একাডেমী সুপারভাইজার আবদুল্লাহ আনসারী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, মোঃ আশরাফুল সিদ্দিকীসহবিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সচেতনতা সৃষ্টিতে পরিণত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন—
“Clean Hands Save Lives” — নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়া জীবাণু সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর অভ্যাস।
বক্তারা আরও বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধুমাত্র নিজের নয়, বরং পুরো সমাজের সুরক্ষার জন্য অপরিহার্য। বিশেষ করে খাবারের আগে-পরে, টয়লেট ব্যবহারের পর, শিশুর যত্ন নেওয়ার আগে ও পরে হাত ধোয়া অভ্যাস করলে ডায়রিয়া, কলেরা, সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
প্রধান অতিথি প্রিয়াংকা দাস বলেন,
“হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা মানেই নিজের ও অন্যের জীবন রক্ষা করা। শিশুদের মাধ্যমে এই সচেতনতা পরিবারে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সাবান ও পরিষ্কার পানির মাধ্যমে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করে।
পরিষ্কার হাত জীবাণুমুক্ত সমাজ গঠনের প্রথম ধাপ।
নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়া জীবাণু সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর পন্থা।
আসুন, পরিবার ও সমাজে হাত ধোয়ার সংস্কৃতি গড়ে তুলি।
সুস্থ সমাজ গঠনে সবাই হই “হাত ধোয়ার হিরো”
আপনার মতামত লিখুন :