ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

খুলনায় কর্মজীবী শিশুদের অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৭:৫৮ পিএম

খুলনায় কর্মজীবী শিশুদের অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: বর্তমান বাংলাদেশ।

খুলনায় কর্মজীবী শিশুদের অধিকার নিশ্চিতে গতকাল দুপর আড়াইটায় খুলনার হোটেল এম্বাসেডরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মজীবী শিশুদের অধিকার, সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশু সুরক্ষা জোটের আয়োজনে ও ওয়াল্ড ভিষনের সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন শিশু সুরক্ষা জোটের সভাপতি ও মাসাসের নির্বাহী পরিচালক শামিমা সুলতানা শিলু। উপস্তিত ছিলেন, শিশু সুরক্ষা জোটের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডেভিড, ওয়াল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এবং এপি ম্যানেজার সুরভী বিশ্বাস।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নগর ও গ্রামীণ এলাকায় বিপুল সংখ্যক শিশু জীবিকার তাগিদে শ্রমে নিয়োজিত হচ্ছে। এই শিশুদের মৌলিক অধিকার যেমন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা জরুরি। বক্তারা শিশুশ্রম নিরসনে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবার পর্যায়ে সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় আরও বলা হয়, কর্মজীবী শিশুদের শুধু সহানুভূতির দৃষ্টিতে দেখা নয়, বরং তাদের জন্য টেকসই সুযোগ তৈরি করতে হবে যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সংগঠন প্রতিনিধিগণ, সমাজসেবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!