আজ ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”।দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র্যালি পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
সময় তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্মান দিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে। তারাও আমাদের সন্তান। তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদের প্রতি সহযোগীতার হাত বাড়াতে হবে।আমরা যদি তাদেরকে সুযোগ দেই তারাও দেশের সম্পদে পরিনত হবে। তাই আমাদের সবার উচিত দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এবং তাদের অবহেলা না করা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পালসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে ৪ জনকে স্মার্ট সাদাছড়ি বিতরন করেন অনুষ্ঠানের অতিথিরা।
আপনার মতামত লিখুন :