ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

রাণীনগরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি (নওগাঁ)

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৭:৩৬ পিএম

রাণীনগরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

 জাতীয় নির্বাচনের কার্যক্রম উপলক্ষে নওগাঁর রাণীনগরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির আয়োজনে রাণীনগর অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু।

উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহবায়ক সিরাজ এ আলম সিরাজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমূখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!