ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

রাজাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সভায় ড. ফয়জুলকে ভোট দেয়ার আহবান

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৭:৫২ পিএম

রাজাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সভায় ড. ফয়জুলকে ভোট দেয়ার আহবান

ছবি বর্তমান বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলার জগাইরহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ্যাডভোকেট হাফিজুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক।

সমাবেশে প্রধান বক্তা ড. ফয়জুল হক বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে কোনো মন্দির বা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনা ঘটেনি। দেশে অন্যায়-অবিচার, দুর্নীতি ও বেকারত্ব নিরসনে জামায়াতে ইসলামী জনগণের পাশে আছে। জনগণের সেবা ও ন্যায়ের সমাজ গঠনে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”

শুক্তাগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কবির হোসেন, জামায়াত নেতা এ্যাডভোকেট শাহে আলম এবং ঝালকাঠি পৌর জামায়াতের আমীর মাওলানা মো. মনিরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি এ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “বাংলাদেশে ৫ আগস্টের ঘটনার পর থেকে উন্মুক্ত স্থানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের সুযোগ কঠিন হয়ে পড়েছে। জনগণের দাবি পূরণের জন্য জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং গণভোটের মাধ্যমে তা পাশ করতে হবে। গণভোট না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীকে একবার সুযোগ দিন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিন—আমরা ইনশাআল্লাহ ন্যায়ের সমাজ গড়ে তুলব।

বর্তমান বাংলাদেশ

Link copied!