ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাঁতি দলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৭:২৮ পিএম

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাঁতি দলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

 ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে শহরের ইকবাল হাই স্কুল মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেল রােডস্থ দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। র‍্যালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক দিনাজপুর জেলা তাঁতী  দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল করিম,জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান ,
তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, সহ - সাংগঠনিক আবিদ হোসেন চুন্নু, সহ - সাংগঠনিক সম্পাদক মুরাদ সিদ্দিকী, সদর উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাবু, সিনিয়র সহসভাপতি মাসূদ রানা ,কোতয়ালী তাঁতী  দলের সহ- সভাপতি শাহিন মিন্নাত খান, সাধারণ সম্পাদক মো: মাসুদ খান , সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকী, পৌর তাঁতি দলের যুগ্ন আহবায়ক মেহদী হাসান শরীফ, সদস্য সচিব আবুল হোসেন খোকন, যুগ্ন আহবাবায়ক মোঃ গোলাম মোরশেদ টুটুল,যুবদল নেতা খালেদ খান, জেলা কমিটির সদস্য মনু, মুন, তাজসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জাতীয়তাবাদী তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!