ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:০৯ পিএম

নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

ছবি বর্তমান বাংলাদেশ

‘সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ৭ই নভেম্বর, গণতন্ত্রের লড়াইয়ে শুনেছি জিয়ার কণ্ঠস্বর’—এই শ্লোগানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর মান্দায় র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার প্রসাদপুর বাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাদলের সঞ্চালনায় ও সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম. নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হকসহ  বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!