ঝলকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি কাঁঠালিয়ার উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা, শহীদ রাজা ডিগ্রি কলেজ, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ, তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, আমুয়া আমির মোল্লা স্কুল ও কচুয়া মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় ব্যারিস্টার মঈন ফিরোজী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে শিক্ষকদের অবহিত করেন।
তিনি বলেন, “শিক্ষক সমাজ হচ্ছে জাতির বিবেক। একটি সুশিক্ষিত প্রজন্ম গঠনে তাদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো ও শিক্ষকদের মর্যাদা রক্ষাই হবে আমাদের অঙ্গীকার। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :