ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

নবজাতক শিশুকে ফেলে গেলেন মা, চিরকুটে লিখা আমি মুসলিম, আমি হতভাগা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১০:০২ পিএম

নবজাতক শিশুকে ফেলে গেলেন মা, চিরকুটে  লিখা আমি মুসলিম, আমি হতভাগা

ছবি বর্তমান বাংলাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক শিশুকে ফেলে রেখে গেছেন এক অসহায় মা। শিশুটির পাশে একটি ব্যাগে পাওয়া গেছে একটি চিরকুটতাতে লেখা আমি মুসলিম। আমি একজন হতভাগা পরিস্থিতির শিকার। বাচ্চা রেখে গেলাম দয়া করে কেউ নিয়ে যাবেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের নবজাতক ইউনিটে (৫১৭ নম্বর ডাক্তারের রুমে) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ এবং নিয়মিত চিকিৎসা ও তত্ত্বাবধানে আছে।

চিরকুটের ছবি ও খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। মানবিক আবেগে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে ২০০ জনেরও বেশি মানুষ হাসপাতাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

দিনাজপুর সমাজসেবা অফিসের এক কর্মকর্তা জানান শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কেউ চাইলে সরাসরি দত্তক নেওয়া সম্ভব নয় এ বিষয়ে নির্ধারিত আইন মেনে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

স্থানীয়দের মতে, এই ঘটনাটি সমাজে নারীর অসহায় অবস্থার এক বেদনাদায়ক চিত্র তুলে ধরে।
একজন মা নিজের সন্তানকে ফেলে যেতে বাধ্য হয়েছেন এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। আমাদের সমাজে এমন মায়েদের পাশে দাঁড়ানো জরুরি যাতে আর কেউ এমন পরিস্থিতিতে না পড়ে।

বর্তমান বাংলাদেশ

Link copied!