ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন ৫‍‍`শ রোগী

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৬:৪২ এএম

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন ৫‍‍`শ রোগী

ছবি বর্তমান বাংলাদেশ

প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে শেরপুর সদরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। শহীদ কামারুজ্জামান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আযোজন করা হয়।


শুক্রবার (৩১ অক্টোবর) সকালে থেকে শেরপুরে সদর উপজেলার বাজিতখিলায় একটি বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়
সেবা প্রত্যাশীদের বিনামূল্যে ঔষুধও সরবাহ করা হয়।


দিনব্যাপী চলা বিনামূল্যের ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৫‍‍`শতাধিক রোগীর সেবা দেয়া হয়। ক্যাম্পে ট্রমা, গাইনি রোগ, মেডিসিন কনসালটেন্ট, গ্যাস্ট্রোলোজি, শিশু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাক্ষাৎ ছাড়াও বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়সহ রক্তের গ্রুপ নির্নয় ব্যবস্থার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

জুলেখা বেগম নামের এক সেবা গ্রহীতা বলেন, খবর শুনে আমর দুই নাতনী ও ওদের নানারে নিয়ে এসেছি। চিকিৎসকরা আমাদের দেখেছেন, আবার ফ্রি ওষুধ ও দিয়েছেন। এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা আরও চাই।

ষাটোর্ধ আব্দুল জব্বার মন্ডল বলেন, আমি দীর্ঘদিন ধরে এজমা রোগে আক্রান্ত। আজ আমাদের স্কুলে কামরুজ্জামান ভাইয়ের ছেলে বড় বড় ডাক্তার নিয়ে এসেছে। আমি আর আমার ভাইকে ডাক্তার দেখালাম। ফ্রি ওষুধও দিয়েছে।

স্কুল শিক্ষার্থী রাইসা আক্তার বলেন, আমি আমার খালামণিকে নিয়ে এসেছি। আমরা দুজনই ডাক্তার দেখিয়েছি। মহিলা ডাক্তার ছিল, সব কিছু খুলে বলে সেবা নিলাম। এনাদের ভিজিট তো অনেক টাকা দিয়ে প্রাইভেট হাসপাতালে দেখাতে হয়। ফ্রিতে আজ ডাক্তার দেখাইছি, আর ওষুধ ও এখান থেকে দিয়েছে। আমরা খুব খুশি।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজক  শহীদ কামারুজ্জামান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান ইমাম ওয়াফি বলেন, জেলার দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ধারাবাহিকতায় আমাদের বিনামূল্যের এ মেডিকেল ক্যাম্প চলবে। দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় পাঁচ শতাধিক রোগী দেখেছেন। গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উপজেলার বিভিন্ন অঞ্চলে আমরা নিয়মিত আয়োজন করব। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষগুলোকে ও চিকিৎসা সেবার আওতায় আনা আমাদের মূল উদ্দেশ্য। এতে আমরা সবার দোয়া চাই।

বর্তমান বাংলাদেশ

Link copied!