লক্ষ্মীপুর সংবাদদাতা :
গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে দুই ঘন্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্ত্বরে লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন ব্যানারে এ ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। এসময় বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে উঠে ঝুমুর চত্ত্বর এলাকা।
এসময় হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ঘন্টার মধ্যে ফ্যাসিস্টি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা। অন্যথায় আবারও সড়ক ব্লকেডসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
এদিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে দুঘণ্টাব্যাপী কর্মসূচি দেয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লাগামী বাস-ট্রাকসহ অসংখ্য ছোট বড় যানবাহ আটকা পড়লে ভোগান্তি দেখা দেয়। পরে বিকেলে কেন্দ্রীয় নির্দেশনা এলে সন্ধ্যা সোয়া ৬ টায় ব্লকেড কর্মসূচি তুলে নেয় বিক্ষোভকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন লক্ষ্মীপুর আহ্বায়ক আরমান হোসেনের নেতৃত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবদুল হামিদ, বৈষম্যবিরোধী নেতা সাইফুল ইসলাম মুরাদসহ অনেকে।
আপনার মতামত লিখুন :