ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিশোরগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৬:২১ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিশোরগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

ছবি- বর্তমান বাংলাদেশ।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমানকে বহিষ্কার করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।  জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত দলীয়  প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

শনিবার (৯ আগষ্ট ) পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

মাহফুজুর রহমান বীর পাকুন্দিয়ার মঞ্জু মিয়ার ছেলে। সে অবসর প্রাপ্ত বিডিআর সৈনিক ও পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকুন্দিয়া পৌর বিএনপি‍‍`র সুপারিশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কিশোরগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপি‍‍`র সহ-সভাপতি মাহফুজুর রহমান-কে দলীয় পদ থেকে বহিস্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি‍‍`র সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত (২৯ জুলাই) মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় সিলেট এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগানের কোম্পানী বাংলোতে মোঃ মাহফুজুর রহমানসহ একদল যুবক অনধিকার প্রবেশ করে মালনীছড়া চা বাগানের কোম্পানী বাংলোর প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীকে মারধর করিয়া তার নিকট হইতে তাহার ব্যবহৃত মোবাইল ফোন এবং প্রধান ফটকের তালাচাবি জোরপূর্বক ছিনাইয়া নিয়া প্রধান ফটকে তালা লাগাইয়া চাবি নিয়া যায় এবং ১ ও ২নং আসামীগণ জনাব রাগীব আলী ও তাহার ছেলে জনাব আব্দুল হাই এর শয়ন কক্ষে প্রবেশের পথের দরজায় অবস্থানরত নিরাপত্তা প্রহরী সাজু ও রাগীব আলী সাহেবের দেহরক্ষী বদরুল আলমকে মারধর করে।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, বাংলোর ভেতরে প্রবেশ করিয়া ২নং আসামী মাহফুজুর রহমান সঙ্গীয় লোক নিয়ে রাগীব আলী সাহেব ও উনার ছেলে জনাব আব্দুল হাই সাহেবকে জোরপূর্বক অবৈধ আটক করিয়া রাখে এবং রাগীব আলী সাহেবের শয়ন কক্ষ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করিয়া নিয়া যায় এবং জোরপূর্বক কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। 
এসময় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ বাংলোর নিরাপত্তা প্রহরীদেরকে আটকাইয়া রাখিয়া বাংলোর সামনে ও পেছনের দরজায় প্রহরায় থাকে। বাংলোর ভেতরে অবস্থানরত কর্মচারীগণের মোবাইল জব্দ করিয়া কর্মচারীগণকে বিভিন্ন কক্ষ হতে বাহির করিয়া দেয়। সংবাদ পাইয়া চা বাগানে কর্মরত শ্রমিক, নিরাপত্তা প্রহরী, স্টাফ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ আগাইয়া আসিলে আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ পলায়নের চেষ্টা করে।

পরে চা বাগানের দায়িত্বরত কর্মকর্তা নেত্রকোনা জেলার সাতপাই এলাকার জীবন কৃষ্ণের ছেলে  বিদ্যুৎ কুমার তালুকদার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন। এয়ারপোর্ট সি.আর মামলা নং- ২২৮/২০২৫ ইংরেজী।


পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কোন ঘটনা বিএনপি মেনে নিবে না। এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। মাহফুজুর রহমানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। এতে দলীয় হাইকমান্ডের দৃষ্টিগোচর হলে দলের ভাবমূর্তি রক্ষার্থে কিশোরগঞ্জ জেলা বিএনপি বহিষ্কার আদেশ দেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!