ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ: দুর্ভোগ লাঘব হলো ১৫ হাজার মানুষের

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৯:৩৩ পিএম

লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ: দুর্ভোগ লাঘব হলো ১৫ হাজার মানুষের

ছবি: বর্তমান বাংলাদেশ।

লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে টাপু সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় দুই পাড়ের প্রায় বিশ হাজার মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আরাজি চোঙাদাড়া টাপু এলাকায় সাঁকোটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।” এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। দল ক্ষমতায় এলে এই এলাকায় সেতু নির্মাণ করে দেওয়ার আস্বাস দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ), সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসী।
স্বাধীনতার পর থেকে সতী নদীর টাপু এলাকায় কোনো সেতু না থাকায় দুই পাড়ের মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করে এবং জেলা যুবদলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!