নীলফামারীর জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী এলাকায় একটি ট্রাক্টর ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে জলঢাকা পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টারপাড়া বায়তুল নূর জামে মসজিদের সামনে পাকা সড়কে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (রেজি. নম্বর: চট্টগ্রাম মেট্রো-চ ৫০-০৩৭৫) মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (টলী) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে অ্যাম্বুলেন্সে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন
১। মোঃ সাইদুল ইসলাম (৫৫), পিতা: রাজিব উদ্দিন, গ্রাম: সারুজান
২। নুর জাহান বেগম (৩৫), স্বামী: আব্দুল মজিদ, গ্রাম: সাতজান
৩। নুর বেগম (৬০), স্বামী: মৃত আজল, গ্রাম: নাওতারা
৪। হামিদা বেগম (৩৫), স্বামী: মিস্টার, গ্রাম: নাওতারা
তাঁরা সকলেই ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।"
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার মতামত লিখুন :