নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাশারিপাড়া গ্রামে চাড়ালকাটা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু মর্মান্তিকভাবে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এই হৃদয়বিদারক ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশু দুজন মামাতো ও ফুফাতো ভাই। তারা নদীতে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার দ্বীতিয় দিন,আজ (১২ অক্টোবর ) নিহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রকিবুল ইসলাম, ৩ নং ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্যগণ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে ইউএনও মহোদয় বলেন, "এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শিশুদের প্রতি আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে।"
পরিশেষে, মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, যাতে তিনি নিহত দুই শিশুকে শহীদের মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :