ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি শেখ আবু মাসুমের দায়িত্ব গ্রহণ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৪:৪৫ পিএম

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি শেখ আবু মাসুমের দায়িত্ব গ্রহণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম অধিবেশন ও নতুন সভাপতি শেখ মো. আবু মাসুমের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ​কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে গত ১৫-১০-২০২৫ ইং তারিখে এই নতুন গভর্নিং বডি অনুমোদন দেওয়া হয়।

পূর্বের সভাপতি মো. আশরাফুল ইসলাম-এর শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) সংক্রান্ত কারণে তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ মো. আবু মাসুম-কে নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত অত্র গভর্নিং বডির মেয়াদকাল ২৮-০৪-২০২৭ ইং তারিখ পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে। ​গত ১০ অক্টোবর-২০২৫ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অনুমোদনের প্রেক্ষিতে গতকাল বুধবার (২২ অক্টোবর)  সকাল ১১ টায় বান্দাইখাড়া ডিগ্রী কলেজের অফিস কক্ষে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শুরু হওয়ার পূর্বে  ​অত্র কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি শেখ মোঃ আবু মাসুমকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ​নবনির্বাচিত সভাপতি শেখ মো. আবু মাসুম তাঁর বক্তব্যে বলেন, কলেজের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সমৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের জন্য যুগোপযোগী শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই আমাদের প্রধান চ্যালেঞ্জ।

শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং কর্মচারীবৃন্দ-সবার সহযোগিতায় এই কলেজের অগ্রগতি নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে, জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণে এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ​এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী অভিভাবক সদস্য প্রমুখ। সভাপতির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভার মধ্য দিয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রশাসনিক কার্যক্রমের শুভ সূচনা হলো।

বর্তমান বাংলাদেশ

Link copied!